আর-রাইয়ান ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চার-এর খ ও গ ধারা মোতাবেক 'আজীবন সদস্য' ও 'দাতা সদস্য সংগ্রহ করা হচ্ছে। দাতা সদস্য ও আজীবন সদস্য ফাউন্ডেশনের কল্যাণে যে কোনোপ্রকার ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি ক্যাটাগরির সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান 'আর-রাইয়ান ফাউন্ডেশন শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে ইন-শা-আল্লাহ। উল্লেখ্য, এটি একটি সাদকায়ে জারিয়াহ প্রকল্প, যাহার সাওয়াব মৃত্যুর পরও দানকারীর আমলনামায় যুক্ত হতে থাকবে ইন শা আল্লাহ। আর-রাইয়ান ফাউন্ডেশনের নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যেকোনো ব্যক্তি আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।