১/ শুদ্ধভাবে সালাত শিক্ষা
২/ শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত, অনুবাদ ও তাফসীর শিক্ষা
৩/ ফরজে আইন শিক্ষা
৪/ আধুনিক ইসলামিক পাঠাগার ও গবেষণা কেন্দ্র
১/ স্বাবলম্বীকরন প্রকল্প
২/ বৃক্ষরোপণ প্রকল্প
৩/ দুর্যোগে সহায়তা
৪/ কর্জে হাসানা
১/ সুদের ভয়াবহতা
২/ যাকাত প্রদানে উৎসাহ
৩/ নারীর পর্দা শিক্ষা
৪/ হালাল ও হারাম সচেতনতা
৫/ মাদকমুক্ত ক্যাম্পেইন
৬/ সন্তান দত্তক নেওয়ার বিধি
৭/ তালাকের বিধান
সালাত প্রতিটি মুসলিমের জন্য একটি অত্যাবশ্যক ইবাদত। আর রাইয়ান ফাউন্ডেশন এই গুরুত্বপূর্ণ ইবাদতের শুদ্ধতা নিশ্চিত করতে কাজ করছে। আমরা মানুষের মধ্যে সালাতের ফজিলত ও গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মশালা এবং ক্লাসের আয়োজন করি। আমাদের বিশেষজ্ঞ শিক্ষকেরা সুন্নাহ্ মোতাবেক সালাত আদায়ের পদ্ধতি শেখান এবং প্রতিটি ধাপ বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই শিক্ষার মাধ্যমে মানুষ শুদ্ধভাবে সালাত আদায়ে অভ্যস্ত হয়ে ওঠে। পাশাপাশি, আমরা শিশুদের জন্য বিশেষ ক্লাস পরিচালনা করি, যাতে তারা ছোটবেলা থেকেই শুদ্ধ পদ্ধতিতে সালাত শিখে। আমাদের উদ্দেশ্য, প্রতিটি মুসলিম যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুদ্ধ সালাত আদায় করতে পারে।
আপনার সহায়তায় আমরা ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে পারি। “আর রাইয়ান ফাউন্ডেশন”-এর সাথে যুক্ত হয়ে দাওয়াহ, শিক্ষা এবং মানবকল্যাণমূলক কাজে অংশ নিন।